##ভবঘুরের ডায়েরি ৩## ছোট্ট ছেলেটা ক্লাস ওয়ানে ভর্তি হয়েছে সবে। বাড়িতে সে সিলেটিতেই কথা বলে। কিন্তু স্কুলে, ইংরেজি না হয় শুদ্ধ বাংলা। এখানেই মুশকিল। আজ কথা হচ্ছিল তার বাবার সাথে। তিনিই বললেন ছেলের মন ভাল যাচ্ছে না ক'দিন থেকে। ভাবছিলেন এটা স্বাভাবিক ব্যাপার। সব ঠিক হয়ে যাবে আপনা থেকেই। কিন্তু ছেলেই এক "কাণ্ড" ঘটালো স্কুলে। আচমকা ফোর্থ পিরিয়ডে দিদিমণির সামনেই সে সজোরে চেঁচিয়ে উঠল,'আমার ভাষায় কথা বলো', 'সিলেটিতে কথা বলো'। ভদ্রলোক কথাগুলো বলে হাসলেন। কিন্তু এই ঘটনা অন্য একটা দিক দেখালো। হয়ত এই ঘটনার পটভূমি অন্য। কিন্তু এই ঘটনার আলোয় দেখলে দেখা যায়, এই ছেলেটিও ভাষার সংকটে ভোগেই শেষমেশ চেঁচিয়ে উঠে তার নিজের মত করে প্রতিবাদ করল। মাইক্রো থেকে মেক্রোর দিকে নজর দিলে দেখব আমাদের (বাঙালি) বেলাও তো অনেকবারই এমন সংকট তৈরি হয়েছে। রক্তের বিনিময়ে আমরা ভাষার অধিকার অর্জন করেছি। ছোট্ট এই ছেলের মত আমাদেরও তো কখনও মন খারাপ হয় যখন দেখি এনআরসি, নাগরিকপঞ্জি নিয়ে জোর করে কেউ কেউ কিছু চাপিয়ে দিতে চায়। ভাষার দোহাই দিয়ে স্ব-ভূমে পরবাসী করতে চায় আমাদের। তখনও কি আমরা গর্জে উঠব না সমস্ত আগ্রাসনের বিরুদ্ধে। না অন্ধ হবার অনুরাগে বিভোর থেকে অপেক্ষা করব দুর্দিনের।
No comments:
Post a Comment